শত শত জালিমের অত্যাচারে
ভাংবেনা আমাদের ঐক্য,
ফিরবে সবাই একি কালিমায়
যতই থাকুক মত পার্থক্য।


নিপীড়িত মানুষের অন্তর্ভেদী আহাজারি
ছাড়িয়েছে,আরশে মুয়াল্লাকা।
জানিনা আমাদের মহান প্রভু
ব্যথিত কতটা!


ধর্ষণ,গুম,খুন,হত্যাযজ্ঞে আজ
পুরো দেশ ও জাতি,
রাষ্ট্রযন্ত্র আজ আজবতন্ত্রে,তার
হারিয়েছে ন্যায়নীতি।


চারিদিকে হাহাকার,খুঁজি মোর অধিকার
কেড়েছে বাক স্বাধীনতা,
ইলমে দ্বীনের দ্বায়ী লাঞ্ছিত-বঞ্চিত,
রাষ্ট্রীয় অতিথি হয় পতিতা।


অসংখ্য নেতাদের,মৃত পচা বিবেকের
দায়ভার নেবে কেন জনগণ?
ভুলে তারা শপথের,দায়িত্ব নিজেদের,
গড়েছে বুলেটেরই দুঃশাসন।


আরাকান,কাশ্মীর আর ফিলিস্তিনের
ছোট ছোট নিস্পাপ শিশুরা,
তাদের ফরিয়াদে কাঁপছে আকাশ,
কোথায় খালিদ আর ওমরের উত্তরসূরিরা?


এখনি সময় তোমার,তুলে নাও হাতিয়ার,
বুকে বাঁধো হাদিস-কোরআন।
"আল্লাহু আকবার" তোপধ্বনিতে জাগুক
ঘুণে ধরা তোমার ঈমান।


চোরেদের রাজত্বে,আর কত দাসত্ব
ভেঙ্গে গড়ো সংবিধান।
মানবতা মুক্তির,সভ্যতা ব্যাপ্তির
লুটেরাদের কর অবসান।



রচনা কালঃ  মধ্যাহ্ন দুপুর ১২.২০ মিনিট
১৮ ই জুন শুক্রবার ২০২১ খৃষ্টাব্দ
৮ ই আষাঢ় ১৪২৮ সাল
গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®