তোমার চলে যাওয়া পথের ধুলায়,
মিশ্রিত মেশকো,জাফরানের সুবাশ।
তোমার চলে যাওয়ায়
আক্ষেপকারী হলো ঘড়ির কাটার দুরবদ্ধ সময়।
তোমার চলে যাওয়ায়
সভ্যতা ভুমিস্ট করলো নির্বোধ একটি জাতি।
তোমার চলে যাওয়ায়
নীল আকাশে হঠাত কৃষ্ণ মেঘের ভিড়।
তোমার চলে যাওয়ায়
খুব্ধ হলো বিষন্ন বিকেলের অতিথি পাখির দল।
তোমার চলে যাওয়ায়
মুশরে পড়েছে আবেগ ভর্তি বাগানের সমস্ত গোলাপ।
তোমার চলে যাওয়ায় স্বপ্নভ্রস্টা হয়েছে বিবর্তনের কবিরা।
তোমার চলে যাওয়ায়
থেমে গেছে অসচ্ছল মফস্বলের নিরবিচ্ছিন্ন গতি।
তোমার চলে যাওয়ার মতো করে দীপ্তিময় চাঁদ টাও হয়তো আসবাবে আর জ্যোৎস্না হয়ে!
তোমার চলে যাওয়ার পথেই তৈরি হবে প্রেরনার সুউচ্চতম সত্যের মিনার।


তোমার চলে যাওয়ায়
মৃত এই শহরে জেগে উঠবে লক্ষ অনির্বাণ।
তোমার রেখে যাওয়া Ideology অম্লান থাকবে সহস্র কোটি যুগ।
তোমার পথেই থেকে তোমারি মতো চাই অমিয় সুধা ।