দূর গগনের ধ্রুব তারা
জ্বলজ্বল ছলছল উজ্জলতর,
সে আলো প্রতিনিয়ত
ভাবনার দোর খোলে অবিরত।


নিশীথের অন্ধকার যত
শত অশ্রুকণা ঝড়ছে অনবরত,
পুড়ছে হৃদয় কঠিন দহনে
একা নিস্তব্ধ বদ্ধ কারাগারে।


অজস্র তারার মেলায়
কেটেছে বিষন্নতা,
উড়ছে মন অন্ধকার নভোলোকে
মন চায় হারিয়ে যাই ওই তারার দেশে।