ভিনমুখী আসা যাওয়ায়,
ছিলাম একান্তর কোণে...
যেবার হলাম সমরেখ,
ফুচকা তোমার ঠোঁটে...
নিজেকে জাহির করেছি,
তবে নগন্যের নগন্য...
ভুল পলকও খোঁজেনি,
আমায় একটিবার...
চোখ তোমার গভীরতর,
যেন আরব্য উপন্যাস...
রহস্যের ভান্ডার শুধুই,
সমাধান মেলেনি...
তুমি যখন ভুলটি করে,
মুচকি হাসিতে মাতো...
নকল হাসিতে মেতেছে,
আলো আঁধারি কেউ...
গালে হাত ভাবুক তুমি,
আনমনা পলকে...
দুই ধ্রুবতারা চিরস্থির,
তোমার অজান্তে...