চিন্তিত মন পড়ছে ঢুলে ঢুলে,
ভয়ের বোতল চুমুক দিয়ে গিলি।
ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়ার স্বভাব,
তাই হীন দায়িত্বে ডুবেছি আমি।
ঘাড় বাঁকা পথ পেরোনোর শেষে,
ভুলবশত চোখ পড়ে যায় তাতে।
নিখুঁত দেখা নির্ভেজাল সে চোখ,
হঠাৎ করেই চালসে বুকে ধরে।
অ্যাড্রিনালিন ক্ষরণ তীব্র বেগে,
লোমগুলো সব কাঁটা মাখে গায়ে।
মগজের কারসাজিতে তখন,
নিস্তার মেলে মিথ্যা অজুহাতে।
অনিচ্ছায় যখন ডুবেছি দায়িত্বভারে,
মুখ ফেরানো সুযোগবিহীন হয়।
চেষ্টা করার চেষ্টা করি তখন,
দোষটা কিন্তু ইচ্ছাকৃত নয়।
ভুলগুলো সব আমারই প্রশাখা,
যেটাই টানো আমাকেই শুধু পাবে।
ভুলের মাসুল বাষ্প জমায় রোজ,
ইচ্ছে ছিল,"হতাম যদি নিখোঁজ"।