তোমার পথের আলো খানা,
আমার রাস্তায় আসে না।
অন্ধকারের আবদ্ধ পরিবেশ,
গিলছে তবু ছাড়ছে না।।
তোমার বাগিচার সুরভী রোজ,
নতুন কিছুর গল্প বলে।
আমার পুরোনো বট-অশ্বত্থ,
চোখের জল আড়াল করে।।
বিলাসিতার আকাশ তোমার,
কালপুরুষ আর ছায়াপথ।
নীচে কালো মেঘের সড়ক,
জগাখিচুড়ী মসলাছুট।।
লিখছে তোমায় কাব্য প্রেমিক,
রাতবিরেতে কলম হাতে।
খোদায় করা আমি তখন,
মুছে যায় বিনা দোষে।।