কথা ছেঁকে প্রশ্ন বেরোয়,উত্তরের ভাগ নগন্য;
গল্পের দরিয়া চুঁইয়ে পড়ে,টুপ টাপ কার্পণ্য।
"কেন?" জুড়েছি প্রতি স্বপ্নে,প্রদীপ নেভা রাতে;
কালবৈশাখীর খারাপ টুকু,আমার খাবার পাতে।
ঠাণ্ডা মাথার অলস হৃৎপিণ্ড,খুঁজে চলে সমাধান;
একটিবার সামনে গেলেই,শত জটিলতার অবসান।।