জলের বিন্দুগুলো,আসবো বলে এড়িয়ে যায়;
মুখ চোখটাও যেন,কীরকম না চাওয়ায় ভরেছে।
চিন্তার দরিয়ায় নিমজ্জিত হয়নি,এই আমিটা;
নিজেকে বাবা বানিয়ে,বকে বলি ' সাবধান '....
তবুও একটা বাচ্চা,বঁড়শিতে জেদ ধরে রাখে।
বয়সের সাথে নিজের কখনও, সামঞ্জস্য মেলেনি;
তাই শত ক্লান্তির রাতেও, নিজেকে জাগায়....
উদ্দেশ্য একটাই কথা বলা,
' আমি না কিরকম ' ।।