কথা কি নেই কিছুই বাকি,
নাকি শেষ বাকি " আমি " টুকু?
গল্প কি তবে শুরুই হয়নি,
নাকি গল্পটা উপসংহার শুধু?
মানতে গিয়েও চাইছে না মন,
স্বপ্ন বাস্তবের বরং দ্রবণ।
হাঁটতে হাঁটতে মাইল শেষে,
চার পা হয়েছে দু পা এখন।
দোষটা কাকে দেবো ভাবছি,
এপার নাকি ওই কিনারায়।
নৌকা যতই ভাষায় না কেন,
ফিরবে জানি এই ঠিকানায়।
তবু যেন খারাপ-ই লাগে না,
কেন জানিনা এখন আর।
খারাপ যার গায়ের রং,
স্থান নেই গো ভালো থাকার...