ঝির ঝির বৃষ্টিতে,গরম চা দু ফোঁটা বাড়ে;
নৈরাশ্যের ধোঁয়ার প্লেন,পেয়ালা থেকে ছাড়ে।
সুগন্ধ ঠিক,পচা গলা ভাগাড়ের ঘাস;
ফুসফুসে বয়ে চলে,বিষাক্ত নিশ্বাস।
চুমুক দেবে ভেবেছিল সব,বুদবুদের গ্রামে;
হাতে চাওয়া দশ লক্ষ,স্বপ্নেও নেই বিশ্রামে।
অশ্রুর ফোঁটার মূল্য যদি, আনায় সমাত;
বেকারত্বের ব্যাংক বলতে, সমুদ্র বোঝাত।।