চেনা রাস্তায় কালো মেঘ ভেসে বেড়ায়;
উপকরণ যেমন বিরহ আর অন্ধের প্রকট বিশ্বাস। বৃষ্টিঘন অঞ্চলগুলো সময়ের পায়ের ছাপে;
এখন শুধু পড়ে পাষাণ মনের শুকনো নি:শ্বাস।
যত্নে রাখা অনুভব ভেঙে চুরমার সব;
কোথাও পড়ে 'তুমি' কোথাও বা 'অা' আর 'মি'। এমনটা শোভনীয় অনাথ সেই ডাস্টবিনে;
যেখানে জমে একতরফা প্রেম আর গল্প বেনামী। অপেক্ষাগুলো উপেক্ষা হয় একে একে;
সেই রাত জেগে গল্প,তোমার কথা ভাবা ইত্যাদি। এখন মনোযোগে "অন্যকিছু",তুমি নেই;
মনের রাজস্থানে বানিয়েছি,তোমার নামে সমাধি।।