মস্ত হলেও ছোট্ট মড়াই,বুকেতে জোয়ার
খালি সব ঘাম রক্ত,আট অানার দামে
ছোট্ট সে সংসার,গল্প নেই আবদারের
ভুরি নেই একচুল,ঘুম আসে আরামের
দিনগুলো ছিল ধার,শোধ দেওয়ার পালা
জমি যখন কেঁদে মরে,পেটে ধরে জ্বালা
সুখের হাত দিয়ে,কালো রাত বুকে মাখি
বিষাদ বেসন লাড্ডু পুরে,নিশ্চিন্তে থাকি
এক পৃষ্ঠায় কুলোবে না,অনেক বড় গল্প
খবর কাগজে মুখ বোলানো,আবার বিকল্প