জানালার চোখে তোমার প্রতীক্ষা,
পড়ার ফাঁকে অপলকী দুটো চোখ।
ঘন ঘন ঘড়িতে তাকানোর স্বভাব,
ভূমিকম্পের সময় আন্দাজ করা যাচ্ছে।
মাস্টারের চিন্তার বাইরে বসে একাকী,
বসন্ত কোকিল পলাশ রঙিন প্রকৃতি।
আকাশ মাখা মেঘ রিমঝিম রিমঝিম,
চাতকের ঠোঁটে টুপ টুপ প্রেমের ফোঁটা।
এখন জানলার চোখ রাস্তার চোখে,
তিন চার সেকেন্ড সময় স্থির...
পরের মুহূর্ত গুলো আবিরে মাখামাখি,
প্রতি ঘণ্টায় এক একটা জনম কেটে যায়।
ক্যালেন্ডারে সেদিনগুলোতে দাগানো নেই,
খোঁজ চলেছিল তবে সন্ধান করতে পারেনি।
তবে অচিহ্নিত দিনগুলো কোথায় যেন,
অলিখিত মনের গভীরে লিখিত থেকেছে।।