বাহ! রে বাহ ! দারুণ তোদের চিন্তাধারা;
সমাজখানা গড়তে চাস একধর্মীর কারখানা।
চামড়া গুলো গুটিয়ে দে,বিদ্বেষের চাবুকে;
গন্ধ শুকে বানিয়ে ফেল,কবরের বিছানা।
মানুষ তোরাই প্রকৃত মানুষ,রক্তেই গোড়ামি; অমানুষেরও ঘৃণা বোধ,মানুষ ঘ্রাণ পেলে।
উন্মাদ ঘোরে দল বেঁধে, খাবারের সন্ধানে;
তাঁবু খুঁড়ে মাংস ছেঁড়ে,তাচ্ছিল্য ঢেলে।
আগুন ঘী হোম যোগ্য দাবানলের যোগান;
যেমন তেমন পুড়ছে পাখি,উরন্ত শুধু ছাই।
তালপাতার সাজানো ঘর,দু হাতেই আগুন;
হাতে গড়া আগ্নেয়গিরি,ফিরছে পিপাসায়।