চোখ যেই বুজলাম,কি যেন একটা এলো;
ঘুম নই,তবে অল্প আধো আধো গল্প কিছু...
চোখ দিয়ে রূপোলী চাঁদ,গলে পড়ছে যেন।
কে যেন স্বপ্নগুলো,লোপাট করেছে আমার;
খোঁজ চলল প্রাচীন মন্দিরে,আবছা অন্ধকারে...
ভুল ভুলাইয়া নয়,তবে মস্তিষ্কটা বড় ক্লান্ত।
আসলে ঘড়ির কাঁটা ভেলা করে,বছর কাটিয়েছি;
উত্তরটা পেয়েছিলাম তবে,সিঁথিহীন সিঁদুর কৌটায়...
থাক গোপন তার কথা,নাহলে চাঁদেও দোষ খুঁজবে।।