সংখ্যার উচ্চতা বলে,কেমন তুমি মানুষ..
বাড়লেই বাড়ে "মান",কমে ক্রমশ "হুঁশ"।
পরিবর্তনের নির্দেশক,এটাও একটা বটে...
শীতল শোণিত হঠাৎ-ই,উষ্ণ হয়ে ওঠে।
শব্দগুলো পর্ণমোচি বিষাক্ত অন্তরে...
অযোগ্যরা তাই ঘোরে নীলাভ শরীরে।
খোঁজে সময় ছোবল মারার দিনে রাতে...
একটিবার শুনলেই হবে জলে-ভাতে।
বেহিসেবী ক্ষত কত,জমেছে মনে...
ডাস্টবিন ভেবে বেঁচে,সহস্র গোপনে।
মুখ ফুটে আসে না কথা,খুব দূর্বল...
নজরে তারা অস্পৃশ্য ও ঘৃণ্য অঞ্চল।
ব্যতিক্রম ভাবতেই পারো,ব্যতিক্রম হলে...
তাই বলে কি অবুঝ সেজে,বসবাস চলে।
তবে নোংরার নিমিত্তেই,ডাস্টবিন বাঁচে..
ডাস্টবিনের বুকেও তাই,গল্প জমে আছে।।