কখনও কাঁদতে দেখিনি তাকে;
এরকম খুশ মেজাজি ছেলে হয়তো হাতে গোনা কয়েকটা।
সবার বুকে ওকে নিয়ে শব্দ বোনা আছে; সত্যি বলছি...
বিশ্বাস না হয় সবাইকে একবার  নারকোটিক টেস্ট করিয়ে নিও.....
ছেলেটা একদম ট্রান্সপারেন্ট,মন আছে বোঝা যায় ;
আর আছে কোটি বিঘা জায়গা।
যেকোনো পরিস্থিতি একটা হাসিতেই অচল হয়ে যায়...
যেটা সচরাচর সহজলভ্য নয়।
যে কেউ একটা ঢিল ছুড়ে বলতেই পারে,ভিতরে নোনা জল জমে বরফ;
অথবা,
অনেক গল্প আছে ক্যাকটাসের বিছানায় শুয়ে।
হতেই পারে সে পূর্নিমাতেও অমাবস্যা দেখে...
হতে পারে হাসাটা নিছক অভিনয়....
আমি অত কবিতার গভীর বুঝিনা;
তবে আমার দু'একটা বোঝায়,
শুধু এইটুকুই শিখেছি.....
" যেমনই আসুক ঝড়,দরজা থাকবে খোলা।
যেমনই বলো কথা,খাবারে থাকবে তোলা।।
যেমনই বলো আমাকে,হাসি মুখে নেব ।
এইটুকু তো জীবন,না নিয়েই সব দেব।।"