ঘামের শেষে ক্লান্তি নেই,
তাও পাহাড়ের চূড়ায়
অবাক আশ্চর্যের সরবতে,
মানাচ্ছে না গো তোমায়
নিজেকে শেরপা ভেবোনা,
গর্ব করার ও কারণ নাই
পা পিছলানো বার কয়েক,
সেটাও পড়ে যোগ্যতায়
দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছো নাও,
যেন ঘুমিয়ে পড়ো না
এ ঘুমের সকাল তো নেই,
রাতের কালো ছাড়বেনা
এই খুশির লালসা বড়োই,
ইচ্ছে করে পেতে রোজ
এ যেন এক গল্প লেখা,
রং চটা ভিজে কাগজ
এই সবই তোমারই হাতে,
কলম খাতাও অপেক্ষায়
উপন্যাস কিংবা চিরকুট,
ভাবাচ্ছে কি তোমায়??