ব্যস্ততার শহরে সময় খুব সস্তা;
সেটা বেচলে দু'পয়সা মেলেনা।
সব প্রয়াসের সম্মান নয় অবিকল;
যদিও ঘামের স্বাদ পাল্টায় না।।
আজব দেশে আজব মনের মানুষ;
মুখ ফুটে তৃপ্তির উত্তর বলে না।
তুমিইতো অতি আশায় বাঁধ ঘর;
তাই নিজেকে দোষ দিতে নেই মানা।।
লোমকূপ বড়ো খুব,কথা সব গেলে;
লোভী কান শুধু,ফ্যালফ্যাল করে চায়।
ফের ভুলের ব্ল্যাকবোর্ডে, "অ" "আ" লেখা।
ফের গ্লাসের অর্ধেকটাই,মিথ্যা সান্ত্বনায়।