রক্ত জমা দইয়ের ভাঁড়
নিশ্বাসটা অন্য ঠিকানায়
শব্দগুলো তারহীন গিটারে
নিস্তব্ধতা মর্গের সমার্থক
সম্পর্কটার যবনিকা এসেছে
আক্রোশ বেঁধেছে মায়াটাকে
আস্ফালিত ধিক্কারের সমাধি
টুকরো টুকরো প্যাকেট বন্দি
ভোরের ট্রেনে তুমি আমি
অনুশোচনারা ভয়ে ভয়ে আসে
স্ত্রী বলতে শুধুই শীতলতা
বুদবুদ করে নীল ঝিলে
ফিরে আসি অনিশ্চিত ঘুমে
শেষ ট্রেনে পাশ ফিরে