আমি মুখের অভিনয় শিখতে, ব্যর্থ অবিরাম;
চট-জলদি অনুভূতির সাথে,খাপ খাওয়াতে পারিনা।
জানি খারাপ ভাববে,হবে হয়ত পাহাড়ী অভিমান;
তাইতো অদ্ভূত নিজেকে কখনও,নিজেরই সয় না।
একমুঠো কথা ধরেছিলাম,গুছিয়ে বলবো বলে;
কথাগুলো বালি হয়ে,ফাঁক দিয়ে গলে যায়।
জানিনা সবাক চোখ দুটি,দেখেছিলে কি না?
নাকি আধ ভেজা চোখ,ভেসেছিল অতল মরীচিকায়।