ক্ষতের চোটে বুক,গভীর হয়েছে খুব;
একটু ভালোবাসার তেল,যাবে বহুদূর।
অপেক্ষার ঘড়িতে,সময় ফুরিয়ে গেছে;
বেখেয়ালী পায়ে তবু, অপেক্ষার নূপুর।
মনখারাপী বাতাস,বুকে টেনে আনা;
সান্ত্বনার গল্প দিয়ে,মেঘ লুকিয়ে রাখা।
অনুভবেরা ভবঘুরে আজ,করেনিকো দেখা;
যে কবিতার শেষ নেই,সেই চিরকুটে ঢাকা।