মনে পড়ছে...মনে পড়ছে...
ন্যাপথলিন দিয়ে রাখা স্মৃতিগুলো।
ইচ্ছাকৃত অ্যালার্মের মুখবন্ধ করা,
তৈরি বা হাফ তৈরিতে ক্লাসের দিন,
হাতে বিস্কুট-কেক নিয়ে জাবর কাটা,
মাঠে ভেজা জার্সি আর স্পাইক জুতো,
সন্ধ্যাবেলার চা ও শ্রীনিকেতন মোড়,
বই খোলা রেখে আড্ডার আয়োজন,
ক্যাবলামি আর গল্পের পাঁচ ফোড়ন,
সেমিস্টারের রাত জাগা কোলে বালিশ,
নিস্তব্ধতায় গুন গুন আওড়ানো,
মনে পড়ছে সব কিছুই...
সব নিজেরই যা চোখে ঠেকছে;
তফাৎ হোষ্টেলার আজ ডে স্কলার।
আজ অতীত বর্তমান দুধে-জল...
সেমিস্টারের ছুটি গুলো শেষ,
এখন ঘরের ছেলে ঘরে।।