তোমরা বলো বুকের পাটা,
শ্রাবণ তাই দেখনি টপকাতে।
বৃষ্টি এলে একটিবার দেখো,
কান্না মাখে বৃষ্টির অজুহাতে।
মিথ্যেই শুধু কঠোর ভাবো,
কোশের রন্ধ্রে লৌহখনি শুঁকে।
অদ্ভুত তার নরম হৃৎপিন্ড,
কষ্ট পেলেই হাঁপিয়ে যেন ওঠে।