ছবির মধ্যে প্রাণের সাথে,কথা ও দুমুঠো স্মৃতিও থাকে...
চোখ নিভলেই মায়ের কোল,বাবার আদর কাছ ডাকে।
গলার স্বর মনে আছে,তবে এখন ছবিতে মিলবে না...
সেই শব্দ দিয়েই বানিয়েছি, পৃথিবীর মতই ঘরখানা।
যেখানে তোমরা ছবির বয়সি, আর আমি এরকম...
সাথে বাবার আদুরে বকুনি ও মায়ের লাগানো মলম।
খুব ক্ষিদে পাই রোজ,পেট ভরে না শুধু খাবারে...
ইচ্ছে হয় খেতে মাইল আর, সময় পেতে আহারে।
অসম্ভব জানি,তাই তো শেষ বারের মত আবদার...
প্রকাশ হোক সব চুপকথা, আর সুপ্ত শত ভালোবাসার।
ঋণ শোধের একটা সুযোগ এসেছে,হঠাৎ এই শেষ বেলায়...
অল্প হলেও নিরাশ করবনা, কথা দিচ্ছি 'মা' গো তোমায়।
সৌভাগ্যবান বড়ই আমি,কজন পারে এমন কাজ...
এক মাকে রক্ত দিয়েছি,আর এক মাকে গর্বের তাজ।।