মরা তাল পাতার কথা নেই,
কাঁচা গুলোর অহংকারে।
বৃষ্টি একা নইগো শোভনীয়,
শিলা বৃষ্টির অলঙ্কারে।
কান্ডারী মন জলের মত,
ভাটিয়ালি গান ওঠে না।
ইতস্তত বোধে তারের জাল,
সমান্তরাল হতে জানেনা।
পাল্টে যাক না সব কিছুই,
রাস্তা,দেওয়াল উঁচু নীচু।
ধূলো উঠুক না মুঠো মুঠো,
মন বাঁচুক না অল্প কিছু।।