সাদা বলে শান্তি আমি;
তবে রক্তে কেন শান্তির খোঁজ?
গেরুয়া বলে বীরবল আমি;
তবে পিছনে কেন ক্ষত?
সবুজ বলে উর্বরতা আমি;
গাছ তবে কোথায় হারায়?
অলস মানুষ স্বভাব দোষে;
ভেবে দেখার সময় কোথায়?
বাস্তবের মেঘে প্রকৃত ঢাকা;
বর্ণগুলোকে অনাথ ভাবে ।
আমিও নই ব্যতিক্রম তার;
আমিও তো মানুষ ভাই

হাজার লাখে লেখা আছে;
সবাই বোঝে সবাই মানে।
বছরের শুধু একটা দিন;
আবার ঘুম আবার ঘুম।