আবিরের প্রতি অণু পরমাণুতে,
অনেকটা করে "তুমি" লেগে আছে।
তাই যতবারই গায়ে মাখি না কেন,মনে পড়ে যায় তোমায়।
পলাশের মালা গলায়,সাথে খোঁপাতে মুখ লুকানো পলাশ...
বসন্তের গানের তালে তালে, তোমার জোড়া লাঠির ঠক ঠক স্পন্দন।
তারই মধ্যে অবাক দৃষ্টিতে, চেয়ে থাকার মতো তোমার নাচ...
ঠিক যেন,ময়ূরের পেখম তুলে নাচার অনিচ্ছাকৃত অনুকরণ।
রংধনু বছরে এই একটিবার,তোমার অঙ্গে অঙ্গে ভেসে ওঠে...
সত্যি কথা বলতে,
বসন্তের প্রতিরূপ যদি কেউ থাকে,সেটা তুমি...
তোমার বাসন্তী রূপের স্থায়িত্বকাল,অনির্দিষ্ট কালের জন্য...
কখনও ঝরে পড়ে না মাটিতে, আবিরের মত ক্লান্ত হয়ে।
এগুলো বন্দী করা যায় না,ওই ঈগল চোখের ক্যামেরাতেও...
আসলে তুমি একটা জেলখানা,যেখানে হাজারো অবাক দৃষ্টি নিমেষেই ধরা দেয়।