দুটি সাইকেল দুটি নিষ্পাপ,
চিঠিতে ঠিকানা লেখা নেই।
অচলায়তনের ভাঙা প্রাচীর,
অনুভবটা যেন ছন্দ মেলায়।
মাইলস্টোন গুলো আহ্লাদে,
এই প্রথম নজর আকর্ষণে।
মেলা চোখে তারা গল্পকার,
অজানা আলোচ্যের ভীরে।
গভীর হতে   আরো গভীর,
ঘড়ি দেখতে    জানে না।
মূহুর্ত গুণে কি     বা হবে?
রসের সন্ধান মেলেনা।
মুছে ফেলে বাঁধানো পথ,
হারিয়ে যাওয়ায় শ্রেয়।
এখানে যে ছোট্ট বালক,
স্বার্থ বোঝে সেও।।।