তাকে দেখা মাত্রই বুকে শিহরণ জাগলো,
মনে জিজ্ঞাসা," আদেও কি সে একবার দেখলো ? "
তার দেখা না দেখার দ্বন্দ্ব এড়িয়ে,
দেখলাম দু পা দূরে অদ্ভুত পৃথিবী দাঁড়িয়ে...
যেখানে প্রেমে পড়লে শরৎ,বসন্ত
আর, বৃষ্টি পড়লে মনে একতরফা কি সব জাগে....
বলেই ফেললাম একদিন,
" ভালোবাসবো তোমায় প্রকৃত প্রেমিকের মত,তোমার ভাবনাতেও কখনও 'একলা' শব্দটি আসতে দেবো না.."
উত্তরে প্রশ্ন ছিল," ভালোলাগা না ভালোবাসা ? "
উত্তর যাই দেবে না কেন,প্রমাণ ঠিক করেই দেবে ওটা শুধুই ভালোলাগা...
আসলে ঠিক উত্তরটা কোথাও,শোনা মনে না হলেও প্রশ্নটা হয়ত মাঝে মধ্যেই শোনা...
উত্তরটা যেন মানুষে মানুষে পরিবর্তিত হয়...
কেউ বলে," ভালোবাসার ঠিক আগের মুহূর্তেই ভালোলাগার সৃষ্টি হয় "
কেউ আবার " সব ভালোবাসা ভালোলাগা কিন্তু সব ভালোলাগা ভালোবাসা নয় "
কেউ বলে, " ভালোলাগা তাৎক্ষণিক কিন্তু ভালোবাসা চিরন্তন "
জানি এসবে বিন্দু মাত্র হয়ত ত্রুটি নেই,
তবে আমার টা কি?
এসব মাথায় চলতে চলতেই সেদিন বলেছিলাম,
" ভালোবাসা বা ভালোলাগা একই রকম দেখতে অদ্ভুত রকমের মিল...
যেটা সদ্য প্রেমিকের ধরা ছোঁয়ার বাইরে;
তবে যে কোনো তৃতীয় ব্যাক্তি নিমেষেই অনেক অমিল খুঁজে পায়..."
ওপার হতে অবাক দৃষ্টি ছাড়া আর কোনো উত্তর মেলে নি...