এক সমুদ্র সমান হৃদয় ছিলো ফাঁকা
কিন্তু এত গভীরে কেউ কি ডুবেছে?
এত বসন্তেও কেউ কি বেসেছে ভালো?
আয়নার সামনে কৌতুহলী মেয়ে প্রশ্ন করে বসে
আমার গায়ের রংটা কি তবে...
একটু বেশিই কালো?


এত এত ভালোবাসার দিনগুলোয়
গেলাপ বিহীন শহরের যে একটিমাত্র মেয়ে,
আয়নার সামনে মধ্যরাতে সে প্রশ্ন করে-
তবে আমি কি দেখতে বেশিই খারাপ?
কেননা প্রেমের তো বুকে কমতি ছিলোনা অন্য সবার চেয়ে!


কালো মেয়েটার অনেকগুলো গল্প জমে ছিলো
কালো মেয়েটার ডায়েরিতে অনেক কাব্য ছিলো লেখা,
রাতের আকাশটা কবিতার খুব মনযোগী এক শ্রোতা
কালো মেয়েটি আজ কবিতা পরছে
আকাশ জুড়ে কিছু পংক্তিমালা মেয়েটির মতই একা!
কালো মেয়েটার ডায়েরিতে অনেক কাব্য ছিলো লেখা।


এই পৃথিবী ভীষণ গদ্যপ্রেমী!
আমরা কখনও কবিতা শুনিনা
পূর্ণিমা রাতে দরজা লাগিয়ে বিছানায় যাই আমরা,
ক্যানোনা আমরা সাহিত্য নয়- শরীর ভালোবাসি
আমাদের শুধু রংটা প্রিয়, আমাদের প্রিয় চামড়া।