রেলিং এর ওপর দুই পা
থরথর করে কাপছে,
বুড়ো আঙুলে দূরত্ব টা
ইঞ্চি ইঞ্চি মাপছে।
হঠাত দুটি পা শুন্যে ভাসালাম
নিচে অতল গহ্বর,
অপেক্ষায় উন্মুখ আমার জন্য
তোমাদের রাস্তাগুলোর পরিচিত শহর।
দায়িত্বে সচেতন এখনো কর্তব্যরত
পৃথিবীর মধ্যাকর্ষণ রীতি,
কিছুক্ষণের মধ্যে এক ছটাক রক্ত
রাজপথে লিখে দেবে
ব্যার্থতার বিবৃতি।
মৃত্যুর ঠিক আগ মুহুর্তে
বিশ্বাস করো তোমার কথা ভেবে,
আমার ত্যাগ করা শেষ নিশ্বাস
দীর্ঘশ্বাস ই হবে।