আমার যেদিন মৃত্যু হবে
সেদিন হয়ত বৃষ্টি রবে
পুরো শহর থৈ থৈ করে অতল জলে ভাসবে
গোড়স্থানের পাশের সড়কে হাত ধরে ভিজতে এসে
আমার যেদিন মৃত্যু হবে
সেদিন হয়ত কেউ কাউকে অনেক ভালোবাসবে।
বেঁচে থাকতে যা পাইনি কখনো
মৃত্যুর পরে বৃষ্টির দিনে কেউ হয়ত বা পাবে
আমার যেদিন মৃত্যু হবে
সেদিন রাগ ভুলে কেউ প্রিয়জনের
চলে যাওয়া আটকাবে।
আমার যেদিন মৃত্যু হবে
সেদিন মেঘ কেটে গিয়ে জ্যোৎস্না রবে
ফিরে পাওয়ার খুশিতে বহুদিন পর
কেউ হয়ত বা হাসবে।
আমার যেদিন মৃত্যু হবে
সেদিন হয়ত কেউ কাউকে অনেক ভালোবাসবে।
আমার কবরে লেখা থাকুক-
অভিমানি এই লোক টা
মৃত্যু অবধি ভুলতে পারেনি
ভালোবাসা না পাওয়ার শোক টা।