ইদানীন্তন আমি
তোমার নিকটে গিয়ে বলি,
একটু কষ্ট দিতে পারো, কষ্ট?
আজকে আর একটা কবিতা লিখে ফেলি।
সুখগুলো যেমন ছিলো পড়ে টিনের চালে
হলুদ কিংবা সোনালী রোদ হয়ে এতকাল সকালে
সেই রোদ গুলো কি ভরে দিতে পারো?
রাতের কালো খামে?
একটি কবিতার বিনিময়ে বিক্রি করবো
একদম কমদামে।
আমি স্বানন্দে হতে পারি নির্বাসিত
এই রাতে কোন নির্জন অরন্যে,
কেবল একটি কবিতা লিখবো বলে
কয়েকটি নিথর পংক্তিমালার জন্যে।
ইদানীন্তন আমি,
আমার চোখের কোনে গাঢ় নীলরঙা অশ্রু চাই-
একটি কবিতা লিখবো তাই।