নিস্তব্ধ পৃথিবী নিস্তব্ধ আকাশ,
অলিতে গলিতে আজ বিষাক্ত বাতাস।


কি হবে পৃথিবীর আজ?
নেই কোন সাজ,
নতুন রূপে পৃথিবী,
চলছে যে আজ।


কি হবে পৃথিবীর আজ?
রাস্তা-ঘাটে নেই কেউ,
বসছে না আর হাট,
ফিরে গেছে আদিম কালে পৃথিবীর সাজ।


কি হবে পৃথিবীর আজ?
গরীব দুঃখীদের চিত্‍কার,
নেয়না আজ কেউ কানে,
গড়ে উঠেছে নতুন সমাজ।


কি হবে পৃথিবীর আজ?
কোভিড-১৯'র(উনিশের) কাছে পরাজিত মানব সমাজ।