থাকবো না আমি ঘরে,
বিলিয়ে দেবো দেশের তরে,
মরছে মানুষ, জ্বলছে দেশ,
কেমন করে ধরবো আমি,
মীরজাফরের বেশ।


চারিদিকে হাহাকারের শব্দ,
থাকিতে পারিনা অন্ধ,
মানুষ তো মানুষের জন্য,
জ্বলবে নক্ষত্রের মত-
দিন-রাত সমান।


সুখ-শান্তি-কল্যাণ,
ভালবাসার প্লান,
ভালবাসা যদি থাকে,
হারবো না কোন মতে,
বাড়বে দেশের মান।


ভালবাসা রোপন করিলে,
সুখ-শান্তি আসবে পৃথিবীতে,
প্রত্যাশী সেই ভালবাসার,
যে ভালবাসা-
পৃথিবীকে করবে শান্ত।