গোলাপের কাটায় কিছু সময় কাটাই,
তোমার সেই বিষাক্ততা আমাকে কাঁদায়।


তোমাকে হারিয়ে আবারও ফিরে পাবো ভাবিনি,
তাইতো সেদিন ভেবেছিলাম ভুল পথে আমি,
তুমি সেদিন জড়িয়ে নিলে আমায়, ভালবাসায়।


একদিন বলেছিলাম, হারিয়ে গেলে খুঁজবো না।
হারিয়ে ফেলি যেদিন, খুঁজেছিল আমার মন,
খুঁজেছিল আমার প্রাণ, তোমার পথ, তোমার মন।


ফিরে এসে জড়িয়ে যখন নিলে আমায়,
আমি তুমি আজ মিশে গিয়েছি অন্তরায়।
এই অন্তরায় কাটিয়ে উঠবো যেদিন,
তোমায় নিয়ে ভ্রমণে ছুটবো সেদিন।


এক লম্বা ফিতার শেষে, ভ্রমণ আমার
ভ্রমরের ঘরে, মিষ্টি মধুর সংগ্রাম শেষে,
শূন্যে, ওগো শূন্যে যাত্রা করবো, শেষ যাত্রা।


শেষ যাত্রায় ঠিক সেদিনের মতোন, তোমার বাহুতে
জড়িয়ে নিও আমায়। হারাবো শেষ বারের মতোন।


গোলাপী তুমি, গোলাপের দিনে, গোলাপ নিয়ে
খুঁজবে সেদিন আমায়। আমি শূন্যে, ওগো শূন্যে।


খোদার প্রেমে পড়িয়া,
গোলাপের গোলাপী রং ছাড়িয়া,
শূন্যে চলেছি আমি, তোমায় একা রাখিয়া।