আমরা কেন আমাদের দেশকে এত ভালবাসি?
কেন আমরা আমাদের জন্মভূমিকে ছাড়ি না?
কেন ভিন্ন কোন দেশে নিজ জাতিকে ভালবাসি?
কেন নিজ দেশে এসে নিজ জাতিকে ঘৃণা করি?


এই দেশে জন্মেছি বলেই কি দেশকে ভালবাসি?
আমাদের অধিকার আছে বলেই কি ভালবাসি?
ভিন্ন দেশে একলা বলেই কি জাতিকে ভালবাসি?
নিজ দেশে সবার মতো আমরাও কি ঘৃণিত না?


এই দেশ আমাদের বলেই আমরা দেশ কে ভালবাসি।
এই দেশে আমরা জন্মেছি বলেই দেশকে ভালবাসি।
এই দেশে আমাদের অধিকার আছে বলেই ভালবাসি।


এই জাতিকে আমি ভালবাসি, ঘৃণা করি তাদের যারা দেশের না।
কিন্তু কারা দেশের না? যারা জাতির ক্ষতি করে তারাই কি?
আর আমরা যারা চুপ করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্রতিবাদ করছি না তারা?


ভিন্ন দেশে ঠিকই তো জাতির প্রতি প্রেম দেখাই,
তবে কেন নিজ দেশে বিভক্ত হয়ে আছি সবাই?
কেন দেশের এত সমস্যা নিজেরা সমাধান করছি না?
কেন আমরা ঘুষ দিচ্ছি? কেন তাদের প্রতিবাদ করছি না?
আমরা কি তবে কাপুরুষ? আমি নিজেও কি কাপুরুষ?
সত্যি তাই, নইলে সেদিন বকশিসের নামে ঘুষ আমি দিতাম না।


দেশকে আমরা ভালবাসি, জাতিকে না।
আরে বন্ধু, আরে আমার ভাই,
জাতি ছাড়া দেশ হয় না।