আমি মৃত্যুকে ভালবাসি,
আমি ভালবাসি এক চির সত্যকে,
মৃত্যু খুবই সুন্দর এক ভালবাসা আমার কাছে।


আমি যেদিন জন্মেছি ঠিক সেদিনই
আমার মৃত্যু গণনা শুরু হয়ে যায়।
আমি যেহেতু জন্মেছি, মৃত্যু আমার অনিবার্য;
তাইতো আমি তাকে ভালবাসি, মৃত্যুকে।


মৃত্যুকে কেন ভয় পাও? মৃত্যু আসবেই,
মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত থাকো।
মৃত্যুকে ভালবাসো, মৃত্যু আসবেই।


সবাই তোমাকে ঠকাবে, মৃত্যু ঠকাবে না।
সবাই তোমাকে উপেক্ষা করবে, মৃত্যু না।


কখনো মানুষের মৃত্যু সময়ের আগেই চলে আসে,
সেই মৃত্যু অবশ্যই বেদনা দেয় মানুষের পরিবারে।


কখনো মৃত্যু আসে সঠিক সময়ে, মুগ্ধ স্নিগ্ধ সময়ে,
সেই মৃত্যু অতি সুন্দর, অনেক ভালবাসা যায় তখন।
সেই মৃত্যু এই মৃত্যু আমি ভালবাসি। আমি তৈরি।


আমার অনেক অনিশ্চয়তার মাঝে, মৃত্যু নিশ্চিত।
আমার অনেক পাওয়া না পাওয়ায়, মৃত্যু নিশ্চিত।
মৃত্যু নিশ্চিত বলেই তাকে ভয় না, ভালবাসি।


মৃত্যুকে ভালবেসে ভয়কে করেছি জয়,
মৃত্যুকে ভালবেসে করেছি নিজেকে ক্ষয়।
মৃত্যুকে ভালবেসে ছেড়েছি সব পাপ।


আমি সত্যকে ভালবাসি, তাই
আমি মৃত্যুকেও ভালবাসি।