সেদিন এক পরির দেখা পাই,
পরির হাসি আজও চোখে ভাসে,
পরির কণ্ঠ আজও কানে বাজে।


পরি কি আমায় দেখেছিল সেদিন?
আমি তো তাকে ইশারায় ডেকেছিলাম।
সে কি সাড়া দেয়নি আজও? নাকি
আমি তার সাড়া বুঝতেই পারিনি?


পরিকে আমি আজও খুঁজি,
পরিকে আমি আজও ভালবাসি।
আজও তার কথা কিছু সময় ভাবি,
মনে ইচ্ছে হয় এখনই ছুটে চলি।
তারপর ভাবি, পরি যদি আমায়
তার রাজ্যে নিয়ে যায়, কল্পনায়।


পরির রাজ্যের রাজা হতে পারি,
কিন্তু ভয় হয়, যদি দাস করে রাখে?


সেদিন এক পরির দেখা পাই,
আজও তাকে দেখতে পেতে চাই।
যদি আজও যাই, আর দেখা না পাই।


তাকে আমি ভুলে যেতে চাই না।
তাকে আমি খুব কাছেও পাই না।
মাঝে মাঝে ছুটে গিয়েও ফিরে আসি,
ভয়ে গা কেঁপে উঠে, এই বুঝি বন্দি হলাম,
এই বুঝি রাজা না হয়ে দাস হয়ে গেলাম।


প্রেমে পরতে শুরু করেছি আমি,
এ এক পরির প্রেমে পরছি আমি।