সেদিন তাহারে দেখিয়া,
ভাসিতে ভাসিতে আসিয়া,
তাহার প্রেমে পড়িয়া,
দ্বি’তলাতে দাঁড়াইয়া,
অপেক্ষা করিতে লাগিলাম।


বয়সে বড় জানিয়া,
মনেতে ধরিয়া রাখিয়া,
সাহস করিয়া বলিলাম,
“ভালবাসি তোমায় সখী।”


হাসিতে হাসিতে কহিল,
“তুমি বালক মোরে,
প্রেম পত্র লিখিয়ো,
এতে আমার আনন্দ হইবে।”


তাহারে ছাড়িয়া আসিতে হইলো,
আগে হারাইলে খুঁজিয়া মরিত,
ছাড়িয়া আসিলাম তাহারে আমি,
হারাইয়া গেলেন আমারে ফেলি,
খুঁজিয়া আর পাহিলাম না।


যেদিন তাহারে পাহিলাম,
বিবাহে আবদ্ধ তিনি,
আমার কথা শুনিয়া,
মুখ খানা ফিরাইয়া নিলেন।


মনেতে দু’য়া রাখিয়া,
ভালবাসা ভাসাইয়া দিয়া,
ভালোই বাসিতে লাগিলাম।