তমা, আলো হতে চেয়ে মানুষের পৃথিবীতে
এখনো রয়ে গেলে প্রাগৈতিহাসিক অন্ধকারে?
এখনো তোমার দু'চোখ জুড়ে পরাবাস্তব দৃশ্যাবলী
অভিশাপ হয়ে শুধুই নরকের ছবি আঁকে ।
অবিরত ধেয়ে আসা নর্দমার কীটেরা
এখনো তোমার আধুনিক হৃদয় কুড়ে কুড়ে খায়,
এখনো তোমার রক্তিম বুকে আঁকা-
ভালাবাসাহীন শ্বেত মানচিত্র।  
অথচ তুমি ভালোবেসেই রক্তাক্ত হয়েছিলে
ক্ষতঃবিক্ষত ঝাঁঝরা করেছিলে আপন বুকের পাজর
তবুও তোমার স্বপ্নজুড়ে হাতছানি দেয়
আলেয়ার অদ্ভুত সব গল্প।


অথচ তুমি প্রত্যুষে জেনেছিলে
আলেয়ারা রোজ ভুল ছবি আঁকে
প্রতিটি নাগরিক চোখে।।