ইদানিং সময়টা আর ঘড়ির কাটায় আটকে থাকে না
সকাল দুপুর রাত্রি জুড়ে শুধুই বাতাসের কোলাহল
আর সপ্তাহ জুড়ে নিউরনে অগ্নিমিছিল
আয়নাটা চোখের সামনে থেকেও ঘোলাটে
অথবা দু'চোখ জুড়ে দূঃস্বপ্নের পিঁচুটি
তোমরাও বাতাসে গন্ধ শুঁকে খাদের কিনারায়
অথচ বাতাস তোমাদের অনুকূলেই ছিল
তবুও ডানা মেলে একবারও উড়লে না?


ইদানিং দিনশেষে থাকে শুধু অন্ধকার
আর তোমরা গুহাবাসী-
চাঁদের মায়া এখনো কাটাতে পারিনি
অথচ একটা চাঁদের পুরোটা দেখার আগেই
তুমি অচেনা হলে ?
পৃথিবী একবার  ঘুরে আসতে না আসতেই
আমিও বিস্মৃত প্রায় -
আর এখন মানুষ হাসির নেকাব টেনে
অহোরাত্রি অভিনয়ে মত্ত-
এদিকে জীবন জুড়ে ভালোবাসার হাহাকার।


তবুও দেখে নিও একদিন
তোমাদের নগরীতে আমার পদচিহ্ন-
ভালোবাসার স্বারক হয়ে
স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে...।