আমার ব্যাথাটুকু আমারই থাক
ভাগ করে নিতে চেওনা আজ-


যন্ত্রনায় ভর করে হৃদয়ের অতলান্তে ডুবে যেতে চাই আমি...
বেলা শেষে সমুদ্রের বুকে যেমন করে ডুবে যায় অস্তগামী সূর্য;
আলো-আঁধারির মায়াবী খেলার ছলে
নক্ষত্রের ডুবে যাওয়া দেখে ভয় পেওনা
শুধু প্রতীক্ষায় থেকো নব-উদয়ের জন্য ।


অন্ধকারকে ভালোবেসে রাত্রির সঙ্গম শেষে
আমি আবার ফিরবো-
আমাকে ফিরতেই হবে
কারণ, নক্ষত্র কখনো ডোবে না ।


ফিরতে ফিরতে যদি দেখি-
ভোরের স্নিগ্ধতায় শিশিরভেজা রক্তগোলাপ হাতে
আমার প্রতীক্ষায় দাড়িয়ে তুমি,
বহুযুগ বিরহ-যাপন শেষে
অন্ধকারের ধোয়াশা কাটিয়ে
নবপ্রভাতের রক্তিম আলোয়
রক্তগোলাপটি হাতে দিয়ে  যে-দিন বলবে- “ভালোবাসি”
সে-দিন থেকে আমার ব্যাথাটুকু তোমার হবে।