মিথ্যার আড়ালে মিথ্যা
মিথ্যা সযতনে ঢাকে মিথ্যাকে
মুখোশের আড়ালে মুখোশ
মুখোশে মুখোশ রাঙায়
তোমাদের গুছিয়ে বলা কথাগুলো
আরো ততোধিক অলংকরনে
সহানুভূতির অন্তরালে রক্তাক্ত করে মানুষকে।


সহানুভূতির সুড়সুড়িতে অভ্যস্ত মানুষ
একটু বিশুদ্ধ বাতাশ নেওয়ার আঁশে
উগড়াতে থাকে- ভেতরের সব গরল,
দীর্ঘ বনবাসের জমানো পাপ,
একটু একটু করে জমানো
পৃথিবীর প্রতি সবটুকু ভালোবাসা।


বয়সের সবটুকু দাবি বিসর্জন দিয়ে
গৃহহীন হয় আমাদের সত্তার সবটুকু।
অন্তহীন পথের ঠিকানা হয়
মানুষের গন্তব্য।


প্রসারিত রেটিনায় সবটুকু আলো ফেলে
নিক্ষিপ্ত দৃষ্টি চারিদিকে দেখে-
কোথাও কেউ নেই,
কেবল মুখোশের আড়ালে মুখোশ
মুখোশে মুখোশ লুকায়
কোথাও স্নিগ্ধতা নেই
শুদ্ধ বিশ্বাস নিয়ে কেউ কারো নয়।


তবুও দূ'চোখ বুজলে
আরো দু'টি চোখ দেখি
শুদ্ধ বিশ্বাসে ভরা যে চোখ দু'টি
দেখতে দেখতে কখনো ক্লান্ত হয় না।
তীব্র অন্ধকারেও দূষনের নৈঃশব্দে
বাজতে থাকে একটা কন্ঠধ্বনি
আধো বোলে কথা বলা
একটা শিশুর কন্ঠ শুনি
একটা প্রানের স্পন্দন আমাকে স্পন্দিত করে,
আমাকে বাঁচায়।