অতীতের বুক চিড়ে
মানব সভ্যতার ইতিহাস খুড়ে দেখেছি
মহাকালের পথে ধাবমান
সকল মহামানবের করোটিতে লুকিয়ে থাকা মগজে
নিউরনের জটিল জালে  
একটাই মন্ত্র মুক্তির অপেক্ষায় আজও হাহাকার করে।


কখনও বিপ্লবীর মতো নবজন্ম রুপে অথবা মৃত্যু
কখনও বিদ্রোহী হয়ে
কখনও ধ্যানীর মত শান্ত হয়ে
কখনও বা নির্বাক চোখের ভাষা হয়ে
কখনও বা সুর তরঙ্গের মুর্ছনা হয়ে
একটাই মন্ত্র পৃথিবীর চারপাশে ঘুরপাক খায়...
"ভালোবাসি" ।


বিশ্বাস করো, মায়াবতী-
আমি ঈশ্বরের হৃৎপিণ্ড ব্যবচ্ছেদ করে
একটাই মন্ত্র খুজে পেয়েছি
"ভালোবাসি" ।


বন্ধু ,
মন্ত্রটি একবার পড়ে নিতে পারো তুমিও
নেবে তো?