মৃত সূর্য-নগরী
মুখোমুখি অবস্থান
জেগেছিল সব নদী উপনদী
ভরকটালের গান,


ভাষারা ভাসা ভাসা
তুমি আমি নির্বাক
শুধু শরীর দ্বৈতকণ্ঠে
গেয়েছিল রবীন্দ্র সংগীত,


শবর শবরীর শারীরিক ভাষা
পাহাড়ে প্রতিধ্বনিত প্রেম
পৃথিবী ভেঙ্গে পড়েছিলো শব্দের তোড়ে
শুধু তুমি আমি নিশ্চুপ,
আমাদের মুখে আঙুল চাপা দিয়ে
শরীর বুনে ছিলো বর্নমালার বীজ
যা বলার ওরা বলে ছিল
মুখোমুখি ছিলাম দুজন
তবু আমাদের কোনো কথা হয়নি তো কাল।
১৭.৮.১৯