অ‍ামাকে দেখলেই
তুমি নদী হও
ঢেউয়ে আমি
প্লাবিত হই
আমাকে দেখলেই
তুমি মেঘ হও
বৃষ্টি ধারায়
আমি সিক্ত হই
আমাকে দেখলেই
তুমি ফুল হও
আমি সুঘ্রাণে
আপ্লুত হই
আমাকে দেখলেই
তুমি পাখি হও
তোমারে শিসে
মাতোয়ারা হই
আমাকে দেখলেই
তুমি সবুজ মাঠ হও
আমি তোমার সবুজে
সতেজ হই
কিন্তু তার পরও
আমি চাই
আমাকে দেখলে তুমি
নদী ,
মেঘ
ফুল
পাখি
মাঠ
কোনো কিছুতেই
রূপান্তরীত হয়ো না কখনো
সবরূপ তুচ্ছ হয়ে যায়
যখন নারী হয়ে ফুটে থাকো তুমি ।