মানুষের জন্য  শুধু  স্বপ্নই  গণতান্ত্রিক।


মূল্য  সংযোজন কর  ছাড়া
একমাত্র  স্বপ্নই মিলতে  পারে
অফুরন্ত।


শেষ  বিকেলের আলোয়
কার্নিশে  বসা চড়ুই
স্বপ্ন  নিয়ে  আসতে  পারে।


অন্ধকার  ঘরের  বন্ধ
জানালার  ফাঁক  গলে
অনুমতি  ছাড়াই  প্রগল্ভের মতো ঢুকে পরবে আর  কেইবা
স্বপ্ন  ছাড়া ?


যে  জন্মান্ধ , শ্রুতি বা  বাক  প্রতিবন্ধী
তার  জন্যেও  স্বপ্নের  বরাদ্দটা  সীমাহীন।


এই দিনে  দুপুরে  স্বপ্ন ছাড়া
আর  কেইবা  দেবে  কৈশোরের  রোমাঞ্চ ?


অন্ধকারে  ঝাঁপ  দেবার
দুর্মর  আবেগের  মুহূর্তে  অথবা
মগজের  অত্যন্ত  গভীরে
একটা  বুলেট  গেঁথে  দেবার  আগে
আর  কেইবা  হাত  ধরে  থামায়  আমাদের
স্বপ্ন  ছাড়া ?