রতনে রতন চিনে
বান্দর চিনে কলা,
বান্দর পালে পড়লে তুমি
দেখবে ছলা-কলা!
দুই কড়ির কাজ করাতে
ছয় কড়ি হয় ব্যয়,
বন্দরের নখড়া দেখে
বুঝবে না অব্যয়!
ডাইনে বললে যায় সে বামে,
ঝুলে গাছের ডালে!
লেজ দুলিয়ে ঝুলতে থাকে,
কাঁকও দোলায় তালে!
লাজ শরমের বালাইতো নাই,
যেমন তেমন কাজ!
বাঁশের চেয়ে কঞ্চি বড়,
বলতেই হয় আজ!
বান্দরগুলো সুযোগ পেয়ে
করছে যাচ্ছেতাই,
ছাগল দিয়ে হালচাষ!
কি আর বলবো ভাই?
ফসল ফলবে এই আশাতে
থাকোও যদি বসে,
আল্লহ মালুম ফলবে যে কি
কোথায় যাবে ফেঁসে!
সময় থাকতে বুঝ না হলে
হাওয়া লাগাও গায়!
আঙ্গুল চোষ আরাম করে
দিন তো চলে যায়!